ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

ঝিনাইদহে ৭ ককটেলসহ ২ শিবির কর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
ঝিনাইদহে ৭ ককটেলসহ ২ শিবির কর্মী আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝিনাইদহ: ঝিনাইদহ শহর থেকে সাতটি ককটেল ও ২৪০টি জিহাদি বইসহ দুই শিবির কর্মীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৮টার দিকে পৌর এলাকার দিশারীপাড়ার দিশারী পলিটেকনিক ইনস্টিটিউট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আবাসিক ভবন থেকে তাদের আটক করা হয়।



আটক ব্যক্তিরা হলেন-ওই এলাকার জামায়াত নেতা ইসমাইল হোসেনের ছেলে শরীফ হোসাইন (২৮) ও চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মাধবপুর গ্রামের তৈয়ব আলী বেপারির ছেলে আবুল বাশার (২৫)।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বাংলানিউজকে জানান, নাশকতা সৃষ্টির জন্য জামায়াত নেতা ইসমাইল হোসেনের বাড়িতে গোপন বৈঠক চলছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ওই বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্যরা পালিয়ে গেলেও শরিফ হোসাইন ও আবুল বাশার নামে দুই শিবির কর্মীকে আটক করা হয়।

পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক দিশারী ভবনের চার তলার ডাইনিং রুম থেকে সাতটি ককটেল ও ২৪০টি জিহাদি বই উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫/আপডেট ১৬৩৮ ঘণ্টা
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।