ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

আওয়ামী লীগের যৌথ সভা শনিবার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
আওয়ামী লীগের যৌথ সভা শনিবার

ঢাকা: আওয়ামী লীগের যৌথসভা শনিবার (২৪ অক্টোবর) অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১১টায় দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ সভা হবে।


 
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দলীয় সূত্র এ তথ্য জানায়।

সূত্র জানায়, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সম্পাদকমণ্ডলীর সদস্য, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য, ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও সহযোগী সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদকদের সঙ্গে এ যৌথ সভার আয়োজন করা হয়েছে।

সভায় উপস্থিত থাকতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোদ জানিয়েছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
এসকে/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।