ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

ভাঙ্গায় বিএনপির একাংশের সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
ভাঙ্গায় বিএনপির একাংশের সম্মেলন অনুষ্ঠিত

ফরিদপুর: ফরিদপুরে বিভক্ত বিএনপির কেন্দ্রীয় সহ-সভাপতি কামাল ইবনে ইউসুফ সমর্থিত অংশের উদ্যোগে ভাঙ্গা উপজেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ভাঙ্গা বিশ্বরোড সংলগ্ন বিএনপি নেতা মিজানুর রহমানের কার্যালয় সংলগ্ন মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।



বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা সাড়ে ১০টার দিকে পৌর বিএনপির সভাপতি আবু জাফর মুন্সীর সভাপতিত্বে এ সম্মেলনে বক্তব্য রাখেন জিয়া শিশু-কিশোর সংগঠন কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. শাহ আলম রেজা, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আলী আশরাফ, জেলা যুবদলের সভাপতি আফজাল হোসেন খান, জেলা ছাত্রদলের সভাপতি ও ফরিদপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান বেনজির আহমেদ প্রমুখ।

সম্মেলনে বক্তারা নিজেদের প্রকৃত বিএনপি দাবি করে বলেন, যারা দিনে বিএনপি ও রাতে আওয়ামী লীগ করে তাদের বাদ দিয়ে দলের পরীক্ষিত নেতা-কর্মীদের নিয়েই এ সম্মেলন করা হচ্ছে।
 
সম্মেলন শেষে বেলা ৩টার দিকে উপজেলা কমিটি ঘোষণা করা হয়। উপজেলা বিএনপির সভাপতি হিসেবে জেড এম দেলোয়ার ও সাধারণ সম্পাদক হিসেবে মিজানুর রহমানের নাম ঘোষণা করা হয়।

একই অনুষ্ঠানে ভাঙ্গা পৌর বিএনপির সম্মেলনও অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে পৌর বিএনপির সভাপতি হিসেবে আবু জাফর মুন্সীর নাম ঘোষণা করা হয়।    তবে সাধারণ সম্পাদক নিয়ে বিরোধ দেখা দেওয়ায় ওই পদে কারও নাম ঘোষণা করা হয়নি।  

 প্রসঙ্গত ফরিদপুর জেলায় বিএনপি দুই ভাগে বিভক্ত। এক অংশে নেতৃত্ব দিচ্ছেন সাবেক মন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি চৌধুরী কামাল ইবনে ইউসুফ। অপর অংশের নেতৃত্ব দিচ্ছেন জেলা বিএনপির সভাপতি জহিরুল হক ওরফে শাহাজাদা মিয়া। চৌধুরী কামাল ইবনে ইউসুফের সমর্থকরা বৃহস্পতিবার ভাঙ্গা উপজেলা বিএনপির সম্মেলনের আয়োজন করে।    

 এদিকে জহিরুল হক সমর্থিত উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আইয়ুব মোল্লা বলেন, ভাঙ্গা উপজেলা বিএনপির সম্মেলন আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে।   এজন্য ভাঙ্গা পাইলট হাইস্কুল মাঠে সম্মেলন করতে পুলিশ প্রশাসনের কাছে অনুমতি চাওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।