ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দেওয়া হচ্ছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান দেওয়া হচ্ছে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝালকাঠি: শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, আওয়ামী লীগ সরকার বর্তমানে মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ সম্মান ও সম্মানজনক ভাতার ব্যবস্থা করে দিয়েছে। এছাড়া মুক্তিযোদ্ধাদের আবাসস্থল তৈরিসহ বিভিন্ন প্রকল্পের কাজ চলছে।



বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে ঝালকাঠিতে এক কোটি ৯০ লাখ টাকা ব্যয়ে নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আজকে যে যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে তাদের প্রভুরা বসে নেই। তাই তারা নানান রকমের ষড়যন্ত্র করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনারসহ সবার প্রাণনাশের চেষ্টা অব্যাহত রয়েছে। আবার এ দেশকে ষড়যন্ত্র করে ধ্বংসের দিকে নেওয়ার চেষ্টা করছে একটি মহল।
 
অনুষ্ঠানে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক রবীন্দ্রশ্রী বড়ুয়া, পুলিশ সুপার (এসপি) সুভাষ চন্দ্র সাহা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, যুগ্ম-সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সুলতান হোসেন খান এবং জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অধ্যক্ষ এমএ বায়েজিদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
এএটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।