ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

সাম্প্রদায়িক সম্প্রীতির চারণভূমি বাংলাদেশ

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৩ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
সাম্প্রদায়িক সম্প্রীতির চারণভূমি বাংলাদেশ এম. গোলাম মোস্তফা ভুইয়া

ঢাকা: সাম্প্রদায়িক সম্প্রীতির চারণভূমি বাংলাদেশ, এখানে সব মানুষই সমান বলে মত দিয়েছেন বাংলাদেশ ন্যাপ মহাসচিব ও ২০ দলীয় জোটের অন্যতম নেতা এম. গোলাম মোস্তফা ভুইয়া।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত দুর্গা উৎসব উপলক্ষে নরসিংদী ও শিবপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন এবং হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।



এ সময় উপস্থিত ছিলেন ন্যাপ কেন্দ্রীয় সহ-সম্পাদক মো. রবিউল আউয়াল কনক, অধ্যাপিকা শিউলী সুলতানা, নরসিংদী জেলা আহ্বায়ক রফিকুল ইসলাম, নির্বাহী সদস্য মাকসুদ হোসেন ভুইয়া, তাইজুদ্দিন আহমেদ, সাইদা বেগম, শ্রি গণেশ চন্দ্র হালদার, খোকন চন্দ্র বিশ্বাস, ইন্দ্রজিৎ সরকার প্রমুখ।

গোলাম মোস্তফা ভুইয়া বলেন, এদেশে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু বলে কোনো বিভাজন নেই। বিভাজন থাকতে পারে না। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা বাংলাদেশের নাগরিক। এটাই আমাদের বড় পরিচয়।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।