ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

আশুরার আদর্শে ‘দুঃশাসনে’র প্রতিরোধ গড়তে হবে

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
আশুরার আদর্শে ‘দুঃশাসনে’র প্রতিরোধ গড়তে হবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া

ঢাকা: ১০ মহররমের আদর্শ নিয়ে ‘গণবিরোধী’ ক্ষমতাসীন গোষ্ঠীর দুঃশাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

পবিত্র আশুরা উপলক্ষে দেওয়া শুক্রবার (২৩ অক্টোবর) এক বাণীতে এ আহ্বান জানান তিনি।



বাণীতে খালেদা বলেন, পবিত্র আশুরা অর্থাৎ ১০ মহররম বিশ্বের মুসলিম উম্মাহর জন্য একটি তাৎপর্যময় দিন। এদিন অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মহানবী হজরত মুহম্মদ (সা.) এর প্রিয় দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.) শাহাদাত বরণ করেছিলেন।

‘তার উম্মত হিসেবে যে কোনো গণবিরোধী ক্ষমতাসীন গোষ্ঠীর দুঃশাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা আমাদের কর্তব্য। বাংলাদেশে এখন অন্যায়, অবিচার ও অনাচারের দুঃসময় বয়ে চলছে,’ যোগ করেন তিনি।
 
সরকার মানুষের অধিকার কেড়ে নিয়েছে অভিযোগে করে খালেদা বলেন, দেশের মানুষের সুবিচার পাওয়ার সম্ভাবনা এখন সম্পূর্ণরূপে তিরোহিত হয়ে গেছে। ক্ষমতাসীনদের সীমাহীন জুলুমে জনগণ শ্বাসরুদ্ধ হয়ে পড়েছে। তাদের সব অধিকার কেড়ে নেওয়া হয়েছে।

‘তাই অন্যায়ের বিরুদ্ধে লড়তে ১০ মহররমের চেতনাকে বুকে ধারণ করে আমাদের হারানো গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।   স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুরক্ষা নিশ্চিত করতে হবে,’ বলেন বিএনপি প্রধান।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
পিআর/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।