ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

‘ডাল মে কুচ কালা হ্যায়’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
‘ডাল মে কুচ কালা হ্যায়’ ছবি: দীপু মালাকার / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সরকারের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ বলেছেন, ব্লগার হত্যার পর এফবিআই আনলেন। তদন্তও করলেন।

অথচ দুই বিদেশি নাগরিক হত্যার পর আপনাদের তেমন কোনো সাড়া পাওয়া যায়নি। এতেই বোঝা যায়, ডাল মে কুচ কালা হ্যায়।
 
শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেলসহ নেতা-কর্মীদের নামে মিথ্যা মামলা ও গ্রেফতারের প্রতিবাদে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এ সমাবেশের আয়োজন করে।
 
হান্নান শাহ বলেন, আমরা ছোটবেলায় ঢাকায় দেখতাম, কেউ চোরকে তাড়া করলে চোরও চালাকি করে বলতো, ওই চোর চোর। সবাই মনে করতো, হয়তো চোর সামনে দৌড়াচ্ছে। কিন্তু পাশেই যে চোর, কেউ বুঝতো না। বিদেশি নাগরিক হত্যার পর সরকারের অবস্থা তেমনই।
 
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তিনি বলেন, অনেক সময় ভালো কাজও মন্দ লোকের কাছে পড়লে খারাপ হয়ে যায়। ইউপি ও পৌর নির্বাচন তাই। এসব নির্বাচনেও জাতীয় সংসদ, সিটি করপোরেশন ও উপজেলা নির্বাচনের মতো ভোট ডাকাতি ও কারচুপি করবে সরকার।
 
‘নির্বাচনের প্রক্রিয়া দেখে মনে হয়, সরষের মধ্যেই ভূত আছে। নির্বাচন কমিশনের দায়িত্বশীলদের বক্তব্যে মনে হয়, তারাই বড় আওয়ামী লীগার। ’
 
তিনি আরও বলেন, গণআন্দোলনে একদিনেই সুফল পাওয়া যায় না, যেটা গণঅভ্যূত্থানে পাওয়া যায়। এ জন্য আন্দোলন সংগ্রাম অব্যাহত রাখতে হবে।
 
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মুনির হোসেনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ও মহানগর নেতারা।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৫
এসইউজে/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।