ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

চারুকলার সাংগঠনিক সম্পাদকের মৃত্যুতে ছাত্রদলের শোক

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৭ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
চারুকলার সাংগঠনিক সম্পাদকের মৃত্যুতে ছাত্রদলের শোক

ঢাকা: সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট শাখার সাংগঠনিক সম্পাদক এসএম সোহেল রানার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ছাত্রদল।

শনিবার (২৪ অক্টোবর) বিএনপির ছাত্রসংগঠনটির কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক মো. আকরামুল হাসান এক বিবৃতিতে এ শোক প্রকাশ করেন।



দফতর সম্পাদক মো. আবদুস সাত্তার পাটোয়ারীর পাঠানো ওই বিবৃতিতে ছাত্রদল নেতারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে ঢাকার আল হেলাল হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান সোহেল রানা। এসময় তার বয়স হয়েছিল ৩৫ বছর।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।