ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

হামলায় বিএনপি-জামায়াতের মদত আছে, মনে করে আ’লীগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
হামলায় বিএনপি-জামায়াতের মদত আছে, মনে করে আ’লীগ মাহবুব উল আলম হানিফ

ঢাকা: পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডে আশুরার মিছিলে বোমা হামলায় বিএনপি জামায়াতের মদত রয়েছে বলে মনে করে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

শনিবার (২৪ অক্টোবর) আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এ মন্তব্য করেন।



আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ঢাকা মহানগরের সভাপতি ও সাধারণ সম্পাদক, অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের এক যৌথ সভা শেষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আর যৌথসভা হয় ৩ নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠেয় সমাবেশকে সামনে রেখে।

হানিফ বলেন, ‘এ ঘটনার বেনিফিশিয়ারি কারা? প্রত্যেকটা ঘটনার পেছনে একটা উদ্দেশ্যে নিহিত থাকে। সে উদ্দেশ্যে কী, মানুষকে হত্যা করা হচ্ছে কেন? যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, সরকারকে অস্থিতিশীল করতে চায়, যারা সরকারের উন্নয়ন যাত্রায় ঈর্ষাবোধ করে, সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করতে চায়, তারা এ ধরনের হত্যাকাণ্ডে মদত দিতে পারে। এটা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসতে পারে। সেই শক্তি কারা? এটা দেশবাসী জানে, আপনারাও জানেন। তারা হলো জামায়াত-বিএনপি। ’

হামলার ঘটনায় বিএনপি-জামায়াত জড়িত বলে আইন-শৃঙ্খলা বাহিনীও মনে করে বলে দাবি করেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।

তিনি বলেন, এ ঘটনায় যারাই জড়িত থাকুন না কেন, অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর কেউ না ঘটাতে পারে সেজন্য তাদের শাস্তি দিতে হবে। আমরা চাই সুষ্ঠু তদন্তে প্রকৃত অপরাধীরা বেরিয়ে আসুক।

হানিফ বোমা হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

যৌথসভায় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও খালিদ মাহমুদ চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
এসইউজে/জেডএফ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।