ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

‘দাবি বাস্তবায়নে এক নেত্রীই যথেষ্ট’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
‘দাবি বাস্তবায়নে এক নেত্রীই যথেষ্ট’ ছবি: জি এম মুজিবুর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নির্বাচনের রায়ে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে সাত দফা প্রস্তাব দিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল অ্যালায়েন্সের (বিএনএ) চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা। তিনি তার এসব প্রস্তাবকে ‘গণতন্ত্রের ম্যাগনা কার্টা’ হিসেবে আখ্যা দিয়েছেন।

আর এ ‘গণতন্ত্রের ম্যাগনা কার্টা’ বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনাই যথেষ্ট বলে মন্তব্য করেছেন হুদা।
 
শনিবার (২৪ অক্টোবর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছিলেন তিনি।

নাজমুল হুদ‍া বলেন, রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন হয়েছে। সাত দফার বাস্তবায়ন এখন সহজ হয়েছে। আগে আমাদের দুই নেত্রীকে প্রয়োজন ছিল। এখন এক নেত্রীই যথেষ্ট আমাদের প্রস্তাব বাস্তবায়ন করতে।
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, শুধু আপনিই পারবেন তা বাস্তবায়ন করতে। এখন আর দ্বিতীয় নেত্রীর প্রয়োজন হবে না, বাংলাদেশের সর্বশক্তির আধার এখন আপনিই। ’
 
বিএনপি আমলের সাবেক এই মন্ত্রী বলেন, অবাধ-‍সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে এসব দাবি দেওয়া হচ্ছে।
 
সাত দফা দাবির পক্ষে জনমত সৃষ্টির জন্য সারাদেশে ব্যাপক প্রচার অভিযান চালানো হবে বলেও জানান হুদা।
 
নাজমুল হুদার সাত দফা দাবির মধ্যে রয়েছে- সাত দিনের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ; স্মার্ট কার্ড নয়, পাসপোর্টের মাধ্যমে ভোট কারচুপি সনাক্ত; নির্বাচনী ব্যয় দুই লাখ টাকায় নামিয়ে আনা; শক্তিশালী স্বাধীন নির্বাচন কমিশন গঠন ও নির্বাচন ট্রাইবুনালকে আরও ক্ষমতা দেওয়া ইত্যাদি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান শেখ শওকত হোসেন নিলু।
 
বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৫
এমইউএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।