ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

ছাগলনাইয়ায় জাসদের সম্মেলন অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
ছাগলনাইয়ায় জাসদের সম্মেলন অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: ছাগলনাইয়া উপজেলা জাসদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে উপজেলা হলরুমে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ফেনী-১ আসনের সংসদ সদস্য ও জাসদ নেত্রী শিরিন আক্তার।



সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা জাসদের সভাপতি আবুল কালাম আজাদ মিন্টু।

দলের সাধারণ সম্পাদক কাজী আব্দুল বারীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়েজ আহম্মদ বিএ, জাসদ জাতীয় নারী জোট কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আফরোজা হক রীনা, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নাইমুল হাসান জুয়েল, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সিদ্দিকুর রহমান, চট্টগ্রাম মহানগরের সহ-সভাপতি মফিজুর রহমান, ছাগলনাইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী (সোহেল), ছাগলনাইয়া উপজেলা নারী ভাইস চেয়ারম্যান বিবি জুলেখা শিল্পী।

আরও বক্তব্য রাখেন ফেনী জেলা জাসদের সাধারণ সম্পাদক  অ্যাডভোকেট আবুল কাশেম, নোয়াখালী জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিজুল হক মনছুর, পরশুরাম উপজেলার সাধারণ সম্পাদক আব্দুল মোমিন মজুমদার বাবুল।

সম্মেলনে জাসদ ও সরকারদলীয় বিভিন্ন স্তরের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০০১৭ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।