ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

সাবেক এমপি সালাউদ্দিন বাবু গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৪ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
সাবেক এমপি সালাউদ্দিন বাবু গ্রেফতার

সাভার (ঢাকা): নাশকতার মামলায় ঢাকা জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ।

রোববার (২৫ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর পরিবাগের বাসা থেকে তাকে গ্রেফতার কর‍া হয়।



সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বাংলানিউজকে জানান, গত পাঁচ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের পর সাভার ও আশুলিয়ায় যানবাহনে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যার চেষ্টার ঘটনায় সালাউদ্দিন বাবুর বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। মামলা দায়ের হওয়ার পর এতোদিন তিনি আত্মগোপনে ছিলেন।

বাবু তার পরিবাগের বাসায় রয়েছেন এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে রোববার সকালে ত‍াকে গ্রেফতার করা হয়। মানুষ পুড়িয়ে হত্যার চেষ্টা ছাড়াও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে সাভার মডেল থানায়।

বর্তম‍ানে তাকে সাভার থানা হেফাজতে রাখা হয়েছে বলেও জানান ওসি কামরুজ্জামান।

বাংলাদেশ সময়: ০৯৪৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।