ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

‘খালেদা জঙ্গিদের আশ্রয়দাতা’

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
‘খালেদা জঙ্গিদের আশ্রয়দাতা’ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জঙ্গিদের আশ্রয়স্থল বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

রোববার (২৫ অক্টোবর) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ অভিযোগ করেন।

স্বাধীনতা পরিষদের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

হাছান মাহমুদ বলেন, শিয়াদের তাজিয়া মিছিলে হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বিএনপি-জামায়াতের মদতেই এ হামলা হয়েছে। খালেদা জিয়ার আঁচলের নিচে জঙ্গি গোষ্ঠীর আশ্রয়স্থল। দেশের মানুষকে তার বিষয়ে সচেতন হওয়ার আহবান জানাই।

বিদেশি হত্যার ব্যাপারে তিনি বলেন, রাজনৈতিকভাবে নিজের পতন ঘটিয়ে খালেদা জিয়া নতুন খেলায় মেতে উঠেছেন। বিদেশি নাগরিকদের উপর হামলা করে এ খেলা শুরু করেছেন তিনি।

আয়োজক সংগঠন স্বাধীনতা পরিষদের প্রধান উপদেষ্টা ব্যারিস্টার জাকির আহমেদের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক অ্যাডভোকেট বলরাম পোদ্দার, এম এ করিম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৫
এমএন/আরএইচএস/এমএ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।