ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় বিএনপি-জামায়াতের ৩ নেতা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৯ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
বগুড়ায় বিএনপি-জামায়াতের ৩ নেতা গ্রেফতার

বগুড়া: বগুড়া সদর ও শাজাহানপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একাধিক নাশকতার মামলার আসামি বিএনপি ও জামায়াতের ৩ নেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
 
গ্রেফতাররা হলেন- সদর উপজেলার ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক চৌধুরী সোহাগ (৩৫), শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়ন জামায়াতের আমির প্রফেসর গাজিউর রহমান (৫২) ও একই উপজেলার আড়িয়া ইউনিয়ন জামায়াতের সদস্য (রুকন) সাখাওয়াত হেলাল (৪০)।


 
শনিবার (২৪ অক্টোবর) দিনগত রাত থেকে রোববার (২৫ অক্টোবর) ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।
 
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বাংলানিউজকে জানান, গ্রেফতারদের মধ্যে বিএনপি নেতা চৌধুরী সোহাগের বিরুদ্ধে নাশকতার ১৮টি মামলা রয়েছে। অপর আসামিদের বিরুদ্ধেও নাশকতার একাধিক মামলা রয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৩৫৮ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
এমবিএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।