ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপি নেতা বাবু ও রেফাতের গ্রেফতারে ফখরুলের নিন্দা

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
বিএনপি নেতা বাবু ও রেফাতের গ্রেফতারে ফখরুলের নিন্দা মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি ডা. দেওয়ান সালাহউদ্দিন এবং সাভার পৌরসভা শাখার সভাপতি ও পৌর মেয়র রেফাত উল্লাহকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (২৫ অক্টোবর) বিএনপির সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনির পাঠানো এক বিবৃতিতে তিনি এ নিন্দা ও প্রতিবাদ জানান।



বিবৃতিতে ফখরুল বলেন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা ঢাকতে এবং জনগণের দৃষ্টি ভিন্ন খাতে নেওয়ার জন্য বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে সাজানো মামলা দায়ের করে তাদের গ্রেফতার করা হচ্ছে। গ্রেফতারকৃত নেতাকর্মীদের আইনি প্রতিকার পাওয়ার অধিকারটুকুও খর্ব করছে বর্তমান সরকার।

তিনি বলেন, জনবিচ্ছিন্ন শাসকগোষ্ঠীর হিংসাশ্রয়ী রাজনীতি ও বিরোধী দলীয় নেতাকর্মীদের রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত না হওয়ার জন্য ভীতি সৃষ্টিই এর একমাত্র লক্ষ্য। তারা একদলীয় শাসনকে পাকাপোক্ত করার জন্য নানামুখী অপকৌশল করছে। সেই অপকৌশলের অংশ হিসেবে সারাদেশে বিএনপির পুনর্গঠন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার হীন উদ্দেশ্যে নেতাকর্মীদের গ্রেফতারের ধারাবাহিকতায় ডা. দেওয়ান সালাহউদ্দিন ও রেফাত উল্লাহকে গ্রেফতার করা হয়েছে।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অবিলম্বে এ দুই নেতার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে তাদের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

তিনি বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে এর জন্য সরকারকেই দায়ী করেন। ফখরুল বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীকে যথাযথভাবে কাজে না লাগিয়ে বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার কারণেই বর্তমানে আইন-শৃঙ্খলার ভয়াবহ অবনতি ঘটেছে।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।