ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

ডা. সালাউদ্দিন বাবু ও রেফাতউল্লাহ ১০ দিনের রিমান্ডে

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
ডা. সালাউদ্দিন বাবু ও রেফাতউল্লাহ  ১০ দিনের রিমান্ডে ডা. সালাউদ্দিন বাবু ও রেফাতউল্লাহ

ঢাকা: নাশকতার দুই মামলায় ঢাকা জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ও সাভার পৌরসভার বর্তমান মেয়র রেফাতউল্লাহর ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২৫ অক্টোবর) তাদের ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে দুই মামলায় ২০ দিনের রিমান্ডের আবেদন করে সাভার থানা পুলিশ।



এ সময় আসামিদের রিমান্ড বাতিল করে জামিন আবেদন করেন তাদের আইনজীবী সানাউল্লাহ মিয়া। রিমান্ড শুনানির শুরুতে তারা আদালতের কাছে শুনানি একদিন পিছিয়ে সোমবার (২৬ অক্টোবর) নেওয়ার আবেদন করেন।

কিন্তু রাষ্ট্রপক্ষের জেলা পিপি খন্দকার আব্দুল মান্নান রোববারই শুনানি করার আবেদন করেন। এ সময় উভয় পক্ষের আইনজীবীর মধ্যে সামান্য বচসা হয়। এরপর কোর্ট এজলাস থেকে নেমে যান। তবে দশ মিনিট পরে ফের এজলাসে উঠে রাষ্ট্রপক্ষের আবেদন আমলে নিয়ে জামিন শুনানির নির্দেশ দেন।

এ সময় শুনানি বয়কট করেন আসামিপক্ষের আইনজীবী সানাউল্লাহ মিয়া, মাসুদ আহম্মেদ তালুকদার, মোসলেউদ্দিন জসিমসহ অপর আইনজীবীরা।

শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ সিরাজ জিন্নাত এক মামলায় ৫ দিন করে দুই মামলায় ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শনিবার (২৪ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর পরিবাগের বাসা থেকে বাবুকে ও সাভার নিজ এলাকা থেকে রেফাতউল্লাহকে গ্রেফতার করে পুলিশ।

বিএনপির ডাকা সরকারবিরোধী হরতাল অবরোধে গাড়ি ভাঙচুর ও আগুন দিয়ে মানুষ পুড়িয়ে হত্যা মামলায় তাদের এ রিমান্ডে নেওয়া হয়েছে।

২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসের মামলায় রেফাতউল্লাহকে সাভার পৌর মেয়রের পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়। মেয়রের দায়িত্ব ফিরে পেতে তিনি হাইকোর্টে রিট করেন। গত ১২ অক্টোবর আদালত স্থানীয় সরকার মন্ত্রণালয়কে সাভার পৌরসভার মেয়র মো রেফাতউল্লাহর বহিষ্কার আদেশ প্রত্যাহারের নির্দেশ দেন।

নির্দেশ মতে স্থানীয় সরকার মন্ত্রণালয় বুধবার (২১ অক্টোবর) তার বহিষ্কার আদেশ প্রত্যাহার করে চিঠি দেয়। তিনি এ চিঠি পাওয়ার পর রাতেই সাভার পৌরসভায় কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং আইনগতভাবে মেয়রের দায়িত্বভার গ্রহণ করার ঘোষণা দেন।

২১ অক্টোবর ফের সাভার পৌরসভার মেয়রের দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তাকে আরো দু’বার দায়িত্ব থেকে বরখাস্ত করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
এমআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।