ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

মওদুদ পুত্রের চেহলাম উপলক্ষে ফরিদপুরে দোয়া মাহফিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
মওদুদ পুত্রের চেহলাম উপলক্ষে ফরিদপুরে দোয়া মাহফিল আমান মওদুদ

ফরিদপুর: ফরিদপুরে সাবেক আইনমন্ত্রী ও বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের ছোট ছেলে আমান মওদুদের চেহলাম উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৫ অক্টোবর) দুপুর ২টায় সদর উপজেলার অম্বিকাপুরের পল্লী কবি জসীম উদ্‌দীনের বাড়িতে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।



দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন আমানের খালু প্রধানমন্ত্রীর জ্বালানি ও বিদ্যুৎ উপদেষ্টা তৌফিক এলাহী চৌধুরী, কবির ছোট মেয়ে আমানের ছোট খালা আসমা এলাহী চৌধুরী, কবি জসীম উদ্‌দীনের ছোট ছেলে আমানের মামা খুরশিদ আনোয়ার, ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার এজেডএম মোস্তাফিজুর রহমান, উপজেলা নিবাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, সহকারী পুলিশ সুপার আমিনুর রহমান ও ব্যবসায়ী হারুনুর অর রশিদসহ আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীরা।

দোয়া ও মিলাদ মাহফিলে প্রধানমন্ত্রীর জ্বালানি ও বিদ্যুৎ উপদেষ্টা তৌফিক ইলাহী চৌধুরী বলেন, তথাকথিত নামকরা হাসপাতালে যে অপচিকিৎসা ও ভুল চিকিৎসা হয়, তারই শিকার হয়েছিলেন আমান। তিনি আমানের জন্য সবার কাছে দোয়া চান।

আমান ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে তাকে গত ০৯ সেপ্টেম্বর ঢাকার একটি হাসপাতালে ভর্তি হন। সেখানে তার অবস্থার অবনতি হলে ১৫ সেপ্টেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।