ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

বান্দরবানে জামায়াত-শিবিরের ৩১ নেতাকর্মীর রিমান্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৪ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
বান্দরবানে জামায়াত-শিবিরের ৩১ নেতাকর্মীর রিমান্ড

বান্দরবান: বান্দরবানে গ্রেফতার হওয়া জামায়াত-শিবিরের ৩১ নেতাকর্মীর দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

রোববার (২৫ অক্টোবর) বিকেলে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবু হানিফ এ আদেশ দেন।



আদালত সূত্র জানায়, গ্রেফতার ৪২ নেতাকর্মীকে বিকেলে আদালতে হাজির করা হয়। এ সময় পুলিশ তিন দিনের রিমান্ড আবেদন করলে আদালত তাদের মধ্যে ৩১ জনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গ্রেফতার হওয়া ৪২ জনের মধ্যে অধিকাংশই স্কুলছাত্র। বয়স কম হওয়ায় তাদের মধ্যে ৩১ জনকে দুই দফায় যুগ্ম জেলা জজের আদালত ও বাকি ১১ জনকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হয়। পুলিশ রিমান্ডের আবেদন করলেও আদালত পৃথক পৃথকভাবে আবেদন করার জন্য পুলিশকে নির্দেশ দেয়।

কোর্ট পুলিশ পরিদর্শক মশিউর রহমান বাংলানিউজকে জানান, সোমবার ১১ জনের শুনানি অনুষ্ঠিত হবে। গ্রেফতার ৪২ জনের বিরুদ্ধেই সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) শহরের ইসলামি পাঠাগার কার্যালয়ে গোপন বৈঠক থেকে পৌর জামায়াতের আমির রেজাউল করিম, জেলা শিবিরের সভাপতি ইমরানুল হক, জামায়াত নেতা সাতকানিয়ার অলি আহম্মদ বীর বিক্রম কলেজের প্রভাষক হামিদ হাসানসহ ৪২ নেতাকর্মীকে আটক করা হয়।

বাংলাদেশ সময়: ২৩০১ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৫
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।