ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

যশোর সদর ও শহর ছাত্রলীগের কমিটি ঘোষণা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
যশোর সদর ও শহর ছাত্রলীগের কমিটি ঘোষণা

যশোর: প্রায় একযুগ পরে যশোর সদর উপজেলা ও শহর ছাত্রলীগের কমিটি ঘোষণা করেছে জেলা ছাত্রলীগ।

রোববার (২৫ অক্টোবর) জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক বিশেষ বর্ধিত সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়।



বর্ধিত সভায় জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম রিয়াদের সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল, সহ-সভাপতি ফয়সাল খান, সহ-সভাপতি নিয়ামত উল্লাহ, এসএম রবিউল ইসলাম, শাহজাহান কবীর শিপলু প্রমুখ।

নবগঠিত সদর উপজেলা ছাত্রলীগের কমিটিতে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি এসএম রবিউল ইসলামকে আহ্বায়ক এবং জাবেদ উদ্দিন, মোমেন হোসেন, সাব্বির রহমান লিমন, তসলিমুজ্জমান আকাশকে যুগ্ম আহবায়ক করে ৮৬ সদস্য বিশিষ্ট সদর উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়।

এরআগে, ২০০৮ সালে সর্বশেষ রিপন হোসেন দাদাকে আহ্বায়ক করে সদর উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়েছিল। রিপন হোসেন দাদা নিহত হলে ২০১১ সালে সদর উপজেলা কমিটি বিলুপ্ত করা হয়।

অন্যদিকে, মেহেদী হাসানকে আহ্বায়ক এবং রেজওয়ান হোসেন মিন্টু, সালসাবিল আহম্মেদ জিসান ও সালাউদ্দিন কবীর পিয়াসকে যুগ্ম আহ্বায়ক করে যশোর শহর ছাত্রলীগের ৮১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে।

এর আগে, ১৯৯৯ সালে রিপন হোসেন ও আজাদকে সভাপতি-সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়েছিল।

যশোর জেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম রিয়াদ বাংলানিউজকে জানান, দলীয় বিভিন্ন অভ্যন্তরীণ জটিলতার কারণে যশোর সদর উপজেলা ও শহর ছাত্রলীগের কমিটি গঠিত হয়নি দীর্ঘদিন।

তিনি আশা প্রকাশ করে বলেন, নবগঠিত কমিটির নেতাকর্মীরা দলীয় কর্মকাণ্ডে অংশগ্রহণ করে প্রধানমন্ত্রীর হাতকে আরও শক্তিশালী করবেন।

বাংলাদেশ সময়: ০৬২১ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।