ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

‘পুলিশ দিয়ে বিএনপিকে ঘায়েলের চেষ্টা চলছে’

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
‘পুলিশ দিয়ে বিএনপিকে ঘায়েলের চেষ্টা চলছে’ নজরুল ইসলাম খান / ফাইল ফটো

ঢাকা: সরকার পুলিশ দিয়ে বিএনপিকে ঘায়েল করার করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

তিনি বলেন, আওয়ামী লীগ নয়, সরকার বিএনপির প্রতিপক্ষ হিসেবে পুলিশকে ব্যবহার করছে।



লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি)চতুর্থ কাউন্সিল ও নবম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসব অভিযোগ করেন তিনি।

সোমবার (২৬ অক্টোবর) সকাল দশটায় রাজধানীর রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে শুরু হওয়া কাউন্সিলে সভাপতিত্ব করছেন এলডিপির চেয়ারম্যান কর্নেল অলি আহমেদ।

নজরুল ইসলাম খান বলেন, সারাদেশে পুলিশ আমাদের কাউন্সিল করতে দিচ্ছে না। কাউন্সিলের জন্য ১০/২০ জন নেতাকর্মী এক জায়গায় জড়ো হলেই তাদের আটক ও মামলা দেওয়া হচ্ছে।

তিনি বলেন, জনগণ ভোটের অধিকার ফিরে পেতে চায়। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। সরকারের উচিৎ, যতো শিগগির সম্ভব নির্বাচন দেওয়া।

তিনি আরও বলেন, দেশে গণতন্ত্রের লড়াই চলছে। এ লড়াইয়ে আমরা বিজয়ী হবো।

কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য দেন এলডিপির মহাসচিব ড. রেদওয়ান আহমেদ, প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার কামাল উদ্দিন মোস্তফা ও আব্দুল গণি।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৫
এমএম/পিসি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।