ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

দুর্গাপুর আ. লীগের সম্মেলন

আজাদ সভাপতি, সাজ্জাদ সম্পাদক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪১ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
আজাদ সভাপতি, সাজ্জাদ সম্পাদক

নেত্রকোনা: দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে আলাউদ্দিন আল আজাদ সভাপতি ও সাজ্জাদুর রহমান সাজ্জাদ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ১২টায় উপজেলা অডিটরিয়াম হল রুমে কাউন্সিলরদের ভোটে তারা নির্বাচিত হন।



এর আগে, দুপুর দেড়টায় সুসং কলেজ মাঠে সম্মেলন অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মতিয়র রহমান খান।

এসময় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।

কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল, বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মীর্জা আজম, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় (এমপি), স্থানীয় এমপি ছবি বিশ্বাস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সম্পাদক আশরাফ আলী খান খসরু, যুগ্ম সম্পাদক আলহাজ নজরুল ইসলাম খান, নুর খান মিঠু, সাংগঠনিক সম্পাদক প্রশান্ত কুমার রায়, সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিএম খান পাঠান বিমল (পি.পি), কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি চন্দন বিশ্বাসসহ দলীয় নেতাকর্মীরা।

সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মীর্জা হারিজ বেগ ও পরিচালনা করেন সাধারণ সম্পাদক সাইদুল হোসেন আকঞ্জি।

বাংলাদেশ সময়: ০৫৩৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
এসএস


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।