ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

অর্থপাচার মামলায় অভিযুক্ত ড. খন্দকার মোশাররফ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
অর্থপাচার মামলায় অভিযুক্ত ড. খন্দকার মোশাররফ ড. খন্দকার মোশাররফ হোসেন

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অর্থপাচারের মামলায় অভিযোগ (চার্জ) গঠন করেছেন আদালত।

বুধবার (২৮ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলাটিতে অভিযোগ গঠন করেন ঢাকার বিশেষ জজ-১ আতাউর রহমানের আদালত।



আগামী ২৯ নভেম্বর এ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরুর দিন ধার্য করা হয়েছে।

ড. খন্দকার মোশাররফ হোসেন এ মামলায় জামিনে থাকলেও অন্য মামলায় কারাগারে আটক। তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। আদালত দোষী না নির্দোষী বলে জিজ্ঞাসা করলে নিজেকে নির্দোষ দাবি করেন খন্দকার মোশাররফ।

মামলায় অভিযোগ করা হয়েছে, ড. খন্দকার মোশাররফ হোসেন বিএনপি-জামায়াত জোট সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী থাকাকালে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি এবং অবৈধভাবে অর্জিত বৈদেশিক মুদ্রা পাচার করে আইন পরিপন্থি কাজ করেছেন। তার ও তার স্ত্রী বিলকিস আক্তার হোসেনের যৌথ নামে যুক্তরাজ্যের লয়েড টিএসবি অফসোর প্রাইভেট ব্যাংকে ৮ লাখ ৪ হাজার ১৪২ দশমিক ৪৩ ব্রিটিশ পাউন্ড (হিসাব নং- ১০৮৪৯২) জমা করেন তিনি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৯ কোটি ৫৩ লাখ ৯৫ হাজার ৩৮১ টাকা।

এ অভিযোগে গত বছরের ৬ ফেব্রুয়ারি দুদকের পরিচালক নাসিম আনোয়ার বাদী হয়ে রমনা মডেল থানায় মামলাটি দায়ের করেন। গত বছরের ১৪ আগস্ট মামলার বাদী ও তদন্ত কর্মকর্তা নাসিম আনোয়ার খন্দকার মোশাররফের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দেন।

চার্জশিটে বলা হয়েছে, খন্দকার মোশাররফ ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ক্ষমতায় থাকাকালে এ টাকা পাচার করেন বলে দুদকের তদন্তে প্রমাণ পাওয়া গেছে।

বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
এমআই/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।