ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

বিদেশের সহযোগিতা চাই, প্রেসক্রিপশন নয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
বিদেশের সহযোগিতা চাই, প্রেসক্রিপশন নয় খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম

ঢাকা: দেশকে এগিয়ে নিতে বিদেশের সাহায্য-সহযোগিতা চাই, কিন্তু প্রেসক্রিপশন নয় বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

বুধবার (২৮ অক্টোবর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে খাদ্য নিরাপত্তা ও দরিদ্রতা বিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।


খাদ্য মন্ত্রণালয়ের ফুড প্লানিং অ্যান্ড মনিটরিং ইউনিট (এফপিএমইউ) এর আয়োজন করে।

কামরুল ইসলাম বলেন, আমরা বিদেশের সাহায্য-সহযোগিতা চাই। আমাদের কৃষি, আমাদের খাদ্য আমাদের মতো করে গড়ে তুলতে চাই। বাংলাদেশের আদলে আমরা সব গড়ে তুলতে চাই, বিদেশের প্রেসক্রিপশনে নয়।

বাংলাদেশের প্রাপ্তিকে ম্লান করতে ষড়যন্ত্র হচ্ছে জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, আমাদের অর্জন, প্রাপ্তি ম্লান করতে বিদেশের কাছে বাংলাদেশের নিরাপত্তাকে প্রশ্নবিদ্ধ করতে ষড়যন্ত্র হচ্ছে। এর বিরুদ্ধেও সোচ্চার থাকতে হবে।

শিগগিরই নিরাপদ খাদ্য আইন বাস্তবায়ন করা হবে জানিয়ে তিনি বলেন, একটি যুগোপযোগী নিরাপদ খাদ্য আইন করা হয়েছে। তা বাস্তবায়নের প্রক্রিয়া চলছে। ভারত শ্রীলংকায় এ আইন বাস্তবায়নে ২-৩ বছর লাগলেও বাংলাদেশের এত সময় লাগবে না।

চাল রপ্তানির বাজার খোঁজা হচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। শ্রীলংকায় চাল রপ্তানি করছি, চাল রপ্তানির জন্য আফ্রিকার বিভিন্ন দেশের বাজার খোঁজা হচ্ছে।

সেমিনারে খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ সচিব কানিজ ফাতেমা, কৃষি সচিব শ্যামল কান্তি ঘোষ, খাদ্য সচিব মুশফেকা ইকফাৎ প্রমুখ উপস্থিত বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
আরইউ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।