ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

বিদেশি হত্যাকাণ্ড

‘ভাইয়ের ওপরের ভাইকেও খুঁজে বের করতে হবে’

স্পেশাল করেসপপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
‘ভাইয়ের ওপরের ভাইকেও খুঁজে বের করতে হবে’ ছবি :দীপু / বাংলানিউজটোয়েটিফোর.কম

ঢাকা: বিদেশি হত্যাকাণ্ডের ঘটনায় ভাইয়ের ওপরের ভাইকেও খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। এ হত্যাকাণ্ড রাজনৈতিক উদ্দেশ্যে ঘটানো হয়েছে এবং নির্দেশ লন্ডন থেকে এসেছে বলেও মন্তব্য করেন তিনি।



হানিফ বলেন, বিদেশি হত্যাকাণ্ডে যে বড় ভাইয়ের নাম প্রকাশ হয়েছে তার ওপরেও ভাই আছে। সেই ভাইকে খুঁজে বের করতে হবে। এ হত্যাকাণ্ডের নির্দেশ লন্ডন থেকে এসেছে। সেই ভাইকে খুঁজে বের করতে আমি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানাই।

বুধবার (২৮ অক্টোবর) স্বেচ্ছাসেবক লীগের মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। জেলহত্যা দিবস উপলক্ষে আগামী ২ নভেম্বর আলোচনা সভার আয়োজন করেছে আওয়ামী লীগ। ওই সভার প্রস্তুতি হিসেবে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মাহবুব-উল আলম হানিফ আরও বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যখন লন্ডনে যান তখন তার যাওয়া নিয়ে অনেকেই সন্দেহ করেছিলেন। আজকে সেই সন্দেহই সঠিক বলে প্রমাণিত হয়েছে। লন্ডনে বসে খালেদা ও তারেক ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন।

এ হত্যাকাণ্ড রাজনৈতিক উদ্দেশ্যে পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে বলেও মন্তব্য করেন হানিফ।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওসার। সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
এসকে/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।