ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

রাজনীতি

মৌলভীবাজারে জামায়াত-শিবিরের ৪ নেতাকর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
মৌলভীবাজারে জামায়াত-শিবিরের ৪ নেতাকর্মী আটক

মৌলভীবাজার: মৌলভীবাজার পৌর জামায়াতের সাবেক আমির ও শিবিরের তিন কর্মীকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৮ অক্টোবর) ভোরে শহরের শাহ মোস্তফা একাডেমি থেকে তাদের আটক করা হয়।



আটকরা হলেন, পৌর জামায়াতের সাবেক আমির ও প্রাইম কেজি অ্যান্ড জুনিয়র স্কুলের অধ্যক্ষ  মো. সাদিকুর রহমান (৫০) এবং শিবির কর্মী তুহিন আহমদ (২২), তানবির আহমদ (২৫) ও সিদ্দিকুর রহমান (২৯)। তাদের বাড়ি জেলার বিভিন্ন উপজেলায় বলে পুলিশ জানিয়েছে।
 
মৌলভীবাজার মডেল থানার সহকারী উপপরির্দশক (এএসআই) নাজমা বেগম বাংলানিউজকে জানান, আটকদের বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।