ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

ভাসানীর দর্শন দেশপ্রেমী শক্তির অনুপ্রেরণা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
ভাসানীর দর্শন দেশপ্রেমী শক্তির অনুপ্রেরণা

ঢাকা: মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর রাজনৈতিক দর্শন দেশপ্রেমী শক্তির অনুপ্রেরণা যোগাবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া।
 
সোমবার (১৬ নভেম্বর) সকালে নয়াপল্টনে যাদু মিয়া মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।


 
মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর ন্যাপ এ আলোচনা সভার আয়োজন করে।
 
ঢাকা মহানগর ন্যাপের সদস্য সচিব মো. শহীদুননবী ডাবলুর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এনডিপি প্রেসিডিয়াম সদস্য মো. মঞ্জুর হোসেন ঈসা, জাতীয় পার্টি প্রচার সম্পাদক মফিজুর রহমান লিটন, ন্যাপ যুগ্ম মহাসচিব স্বপন কুমার সাহা, নগর যুগ্ম আহ্বায়ক মো. আনছার রহমান শিকদার, নির্বাহী সদস্য মো. বেলাল হোসেন, সোলায়মান সোহেল, আবদুল্লাহ আল কাউছারী প্রমুখ।
 
গোলাম মোস্তফা ভুইয়া বলেন, সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদমুক্ত সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠায় মওলানা ভাসানী এমন একটি নাম যা আগামী প্রজন্মকে আধিপত্যবাদ ও আগ্রাসনবিরোধী লড়াইয়ে অনুপ্রাণিত করবে। বর্তমান শাসকগোষ্ঠীর ভারত তোষণনীতি প্রতিরোধে তার সংগ্রামী জীবন আমাদের অনুপ্রেরণা যোগাবে। বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় মওলানা ভাসানীর রাজনৈতিক দর্শন দেশপ্রেমের শক্তিকে অনুপ্রেরণা যোগায়।
 
তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে আদর্শ সঙ্কট চলছে। যে কারণে রাজনৈতিক ময়দানে একধরনের শূন্যতা তৈরি হয়েছে। জাতি অভিভাবকশূন্যতা বোধ করছে। আর এ শূন্যতার মধ্যে ধ্রুবতারার মত জ্বলজ্বল করছেন মওলানা ভাসানী।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৫
এজেড/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।