ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

গাইবান্ধায় বিএনপি-জামায়াতের ২৯ নেতাকর্মী কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
গাইবান্ধায় বিএনপি-জামায়াতের ২৯ নেতাকর্মী কারাগারে

গাইবান্ধা: গাইবান্ধায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার বিএনপি ও জামায়াত-শিবিরের ২৯ নেতাকর্মীকে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।



এরআগে সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত গাইবান্ধা সদরসহ সাত উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়।

গাইবান্ধার সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) জহুরুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতরা নাশকতা-সহিংসতার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি। এদের মধ্যে বিএনপির ১৪ জন,  জামায়াতের ১১ জন ও শিবিরের ৪ নেতাকর্মী রয়েছেন।  

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।