ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

বিএনপি নেতা গয়েশ্বর কারামুক্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, নভেম্বর ১৭, ২০১৫
বিএনপি নেতা গয়েশ্বর কারামুক্ত গয়েশ্বর চন্দ্র রায়

গাজীপুর: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় জামিনে মুক্তি পেয়েছেন।
 
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়।


 
কারাগারের জেলার বিকাশ রায়হান বাংলানিউজকে জানান, সোমবার (১৬ নভেম্বর) গয়েশ্বর চন্দ্র রায়ের জামিন সংক্রান্ত কাগজপত্র কারাগারে এসে পৌঁছায়। তা যাচাই-বাছাই শেষে আজ (মঙ্গলবার) দুপুরে তাকে মুক্তি দেওয়া হয়।

৪ নভেম্বর তাকে এ কারাগারে আনা হয়েছিল।
 
জানা গেছে, ২০১৩ সালের ৩০ ডিসেম্বর গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে রামপুরা থানায় মামলা করে পুলিশ। এ মামলায় ২০১৪ সালের ৭ মে হাইকোর্ট থেকে জামিন পান তিনি। এরপর পুলিশ চলতি বছরের ২০ মার্চ তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।
 
৪ নভেম্বর নিম্ন আদালতে জামিন আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। নিম্ন আদালতের এ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন গয়েশ্বর। শুনানি শেষে বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার (১৫ নভেম্বর) তাকে জামিনের আদেশ দেন।
 
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, নভেম্বর ‌১৭, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।