ঢাকা, রবিবার, ১১ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

রাজনীতি

‘স্বেচ্ছায় নির্বাসনে খালেদা জিয়া’

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
‘স্বেচ্ছায় নির্বাসনে খালেদা জিয়া’ নৌ পরিবহন মন্ত্রী শাহাজান খান

ঢাকা: চালক, হেলপার ও গার্মেন্ট শ্রমিকদের হত্যা করে স্বেচ্ছায় নির্বাসনে গেছেন খালেদা জিয়া।

বুধবার (১৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের মানববন্ধন কর্মসূচির আয়োজিত সভায় তিনি এ কথা বলেন।



শাহাজান খান বলেন, অনতিবিলম্বে সালাউদ্দিন কাদের সাকা চৌধুরী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করার আহ্বান জানাচ্ছি।

তিনি বলেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) মুক্তিযোদ্ধাদের নিয়ে যে আপত্তিকর মন্তব্য করেছে তার জন্য তাদের নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।

মন্ত্রী বলেন, খালেদা মানুষ হত্যা করে স্বেচ্ছায় নির্বাসনে গিয়ে এখন বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র  করছে। আজ যখন দেশ এগিয়ে যাচ্ছে, ঠিক তখন দেশি-বিদেশি ষড়যন্ত্র হচ্ছে। এ ষড়যন্ত্র ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আমাদের আন্দোলন করে জামায়াত-শিবিরকে  নিশ্চিহ্ন করতে হবে।

এ সময় আগামী ২ ডিসেম্বর (বুধবার) বিকেল ৩টায় শাপলা চত্বরে সমাবেশ করার ঘোষণা দেন তিনি।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
ওএইচ/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।