ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

বৃহস্পতিবার জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
বৃহস্পতিবার জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল

ঢাকা: রিভিউ আবেদন খারিজ করে দলের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় বহাল রাখার প্রতিবাদে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দেশেব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াত।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে জামায়াত নেতা ডা. রেদওয়ান উল্লাহ শাহেদী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।



বাংলানিউজকে তিনি জানান, রায় ঘোষণার পর পরই দলীয় ফোরামে আলোচনা করে হরতালের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপর সংবাদ মাধ্যমে বিবৃতি পাঠিয়ে তা ঘোষণা করা হয়েছে।

কিন্তু সাময়িক সময়ের জন্য ইন্টারনেট নেটওয়ার্ক বন্ধ থাকায় জামায়াতের পাঠানো বিবৃতি সংবাদ মাধ্যমগুলোতে পৌঁছায়নি- বলেন রেদওয়ান উল্লাহ শাহেদী।

দুপুর সাড়ে ১২টায় পাঠানো জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদের বিবৃতিটি ইন্টারনেট সচল হওয়ার পরে পৌঁছে সংবাদ মাধ্যমগুলোতে। বিবৃতিতে এ হরতালের ডাক দেন মকবুল।
 
তিনি বলেন, জামায়াতকে নেতৃত্বশূন্য করার জন্য সরকার পরিকল্পিতভাবে জামায়াত নেতাদের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে বিচারের নামে প্রহসনের আয়োজন করেছে।
 
আলী আহসান মোহাম্মদ মুজাহিদ সরকারি ষড়যন্ত্রের শিকার হয়েছেন অভিযোগ করে মকবুল আহমাদ বলেন, মুজাহিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই। কোনো প্রত্যক্ষদর্শী  সাক্ষীও নেই। এ রায়ের বিরুদ্ধে তিনি রিভিউ আবেদন করলে তা খারিজ করে দিয়ে মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে। এ রায়ে মুজাহিদ ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন।
 
মুজাহিদকে হত্যার জন্য সরকার ‘ষড়যন্ত্র’ করছে বলেও অভিযোগ তোলেন মকবুল। বিবৃতিতে তিনি বলেন, এটি  বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে বলেও মন্তব্য করেন স্বাধীনতাবিরোধী জামায়াতের ভারপ্রাপ্ত আমির।
 
তিনি দাবি করেন, বাংলাদেশের জনগণসহ গোটা বিশ্ববাসীর কাছে এ কথা অত্যন্ত স্পষ্ট যে, বিনা অপরাধে এবং আনিত অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা প্রমাণ হওয়া সত্ত্বেও শুধুমাত্র রাজনৈতিক কারণে মুজাহিদকে সরকারি পরিকল্পনায় হত্যার উদ্দেশ্য এ দণ্ডের ব্যবস্থা করা হয়েছে। গোটা জাতি এ রায়ে হতাশ হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
এজেড/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।