ঢাকা, রবিবার, ১১ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

রাজনীতি

চুয়াডাঙ্গায় যুবলীগ কর্মী হত্যায় ৩৩ জনের নামে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
চুয়াডাঙ্গায় যুবলীগ কর্মী হত্যায় ৩৩ জনের নামে মামলা

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে আজিজুল ইসলাম (৩৫) নামে এক কর্মী হত্যার ঘটনায় ৩৩ জনের নামে মামলা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সকালে চুয়াডাঙ্গা সদর থানায় মামলাটি দায়ের করেন নিহতের স্ত্রী ডলি খাতুন।



মামলায় চুয়াডাঙ্গা জেলা যুবলীগের বিলুপ্ত কমিটির আহ্বায়ক ওবাইদুর রহমান চৌধুরী জিপু ও যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমানসহ ৩৩ জনকে আসামি করা হয়েছে।

মামলার অন্য আসামিরা হলেন, ইমরান হোসেন বিপ্লব, মিলন বিশ্বাস, আব্দুর রাজ্জাক, তোরাপ, জিল্লু, লাবু, বাবলু, নুরনবী, সোরাপ, আনসার, সাকের, সোহরাব, বজলু, ওয়াহেদ, শাহীন, হাসান, শামসুল, গাজু, মালেক, রাকু, মাফি, সজল, হাসান, জানিফ, জনি, খালেক, আনোয়ার, সুফিয়ান, সাইফুল, ডালিম ও হাফিজুর। এদের মধ্যে যুবলীগের বিলুপ্ত কমিটির ৬ নেতা রয়েছেন।

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ১৬ নভেম্বর সন্ধ্যায় সদরের ডিঙ্গেদাহ বাজার এলাকায় যুবলীগ নেতা নঈম হাসান জোয়ার্দার ও জেলা যুবলীগের আহ্বায়ক ওবায়দুর রহমান চৌধুরীর অনুসারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
 
এ সময় ধারালো অস্ত্রের আঘাতে আজিজুল আহত হন। পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

এ ঘটনায় পরদিন দলীয় শৃঙ্খলা-ভঙ্গের অভিযোগে জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় যুবলীগ।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।