ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

ঝিনাইদহে বিএনপি-জামায়াতের ৯ নেতাকর্মী কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
ঝিনাইদহে বিএনপি-জামায়াতের ৯ নেতাকর্মী কারাগারে

ঝিনাইদহ: নাশকতার আশঙ্কায় ঝিনাইদহের পাঁচ উপজেলা থেকে আটক বিএনপি-জামায়াতের নয় নেতাকর্মীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে তাদের কারাগারে পাঠানো হয়।

এর আগে মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত ঝিনাইদহ জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এরা হলেন-ঝিনাইদহ সদর উপজেলার হামদ এলাকার শওকত আলীর ছেলে কিবরিয়া (৪০), ভূটিয়ারগাতী গ্রামের আব্বাস আলী (৩৮),  শৈলকুপার বিজলীয়া গ্রামের মিজানুর রহমান (৪৫), শহিদ নগর গ্রামের আব্দুল ওহাব (৩৫) ও মন্টু খাঁ (৪২),  হরিণাকুন্ডু উপজেলার কামারখালী গ্রামের মকবুল হোসেন (৪৮), ভায়না গ্রামের নিজাম মিয়া (৩৮), কালীগঞ্জের মাঝদিয়া গ্রামের আব্দুর রাজ্জাক (৫৩) ও মহেশপুর উপজেলার কানাইডাঙ্গা গ্রামের মহিউদ্দীন (৫০)।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আজবাহার আলী শেখ জানান, আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।