ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

সিলেটে জামায়াত-শিবিরের মিছিল থেকে আটক ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
সিলেটে জামায়াত-শিবিরের মিছিল থেকে আটক ৩

সিলেট: সিলেটে জামায়াত শিবিরের মিছিল থেকে তিনজনকে আটক করেছে পুলিশ। তাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।



বুধবার (১৮ নভেম্বর) দুপুরে তাদের আটক করা হয়েছে। একাত্তরে বুদ্ধিজীবী হত্যার দায়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ডাদেশ বহাল থাকায় প্রতিবাদ মিছিল বের করার চেষ্টাকালে তারা আটক হন।

এদিকে, দুপুর ২টা ৩০ মিনিটে নগরীর সাগরদিঘীরপাড় এলাকায় ছাত্রদল ঝটিকা মিছিল বের করে এবং মিছিল শেষে ককটেল বিস্ফোরণ ঘটায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা আগেই পালিয়ে যায়।

এছাড়া নগরীতে পোশাকে-সাদা পোশাকে অতিরিক্ত পুলিশ সদস্য, র‌্যাব, বিজিবি সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত হয়েছে। পাশাপাশি রাস্তার মোড়ে মোড়ে সন্দেহভাজন ও গাড়িতে তল্লাশি চালানো হচ্ছে।

সিলেট কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ তিনজন আটকের সত্যতা স্বীকার করে বাংলানিউজকে বলেন, দু’একটি স্থানে মিছিল করার চেষ্টা করে জামায়াত শিবির ও ছাত্রদল। তবে পুলিশ পৌঁছানোর  আগেই তারা পালিয়ে যায়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ বাংলানিউজকে বলেন, নগরীর প্রতিটি স্থানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কেউ মিছিল বের করতে চাইলে পুলিশ আইনিভাবে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে। এছাড়া সার্বিকভাবে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
এনইউ/ওএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।