ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

সব নির্বাচনে প্রার্থী দেবে জাতীয় পার্টি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
সব নির্বাচনে প্রার্থী দেবে জাতীয় পার্টি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাইবান্ধা: আগামী পৌরসভা ও ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনসহ সব নির্বাচনে জাতীয় পার্টি দলীয় প্রার্থী দেবে বলে জানিয়েছেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় দলীয় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।



এরশাদ বলেন, দেশে কোনো গণতন্ত্র নেই। এভাবে চলতে থাকলে দেশে কোনো বিরোধী দল থাকবে না।

বিদেশি নাগরিক  হত্যা প্রসঙ্গে তিনি বলেন, একটি বিশেষ মহল সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার উদ্দেশে একের পর এক বিদেশি নাগরিক হত্যা করছে।

এরআগে বিকেলে রংপুর থেকে ঢাকায় ফেরার পথে পলাশবাড়ীতে দলের যুগ্ম মহাসচিব ব্যারিস্টার দিলারা খন্দকার শিল্পীর বাসভবনে এক দলীয় আলোচনা ও দোয়া মাহফিলে অংশ নেন এরশাদ।

এতে ব্যারিস্টার দিলারা খন্দকার শিল্পী ও উপজেলা জাপা সভাপতি রফিকুল ইসলামসহ দলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।