ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

জাতীয় ছাত্রসমাজের শাহ সুলতান কলেজ শাখার কমিটি গঠন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৪ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
জাতীয় ছাত্রসমাজের শাহ সুলতান কলেজ শাখার কমিটি গঠন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়ায় সরকারি শাহ সুলতান কলেজ শাখা কমিটি গঠন করেছে জাতীয় ছাত্রসমাজ।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে ছাত্র সংগঠনটির কার্যালয়ে ২১ সদস্যের এ কমিটি গঠিত হয়।



এস এম সাকিবুল কবিরকে আহ্বায়ক, মিল্লাত হোসেন, লিটন মিয়া, লিমন ও মেহেদী হাসানকে যুগ্ম আহ্বায়ক এবং সোহেল রানাকে সদস্য সচিব করে এই কমিটি গঠন করা হয়।

এর আগে কমিটি গঠন উপলক্ষে কর্মীসভা অনুষ্ঠিত হয়। এ সময় ছাত্রনেতা মিল্লাত হোসেনের সভাপতিত্বে কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির শিক্ষা বিষয়ক সম্পাদক সাহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক আজিজ আহমেদ রুবেল, জেলা ছাত্রসমাজের আহ্বায়ক ফরহাদ আলী খোকন, সদস্য সচিব শফিকুল ইসলাম রতন।
 
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আরিফুল ইসলাম শহিদ, সরকারী আজিজুল হক কলেজ ছাত্রসমাজের আহ্বায়ক সাখাওয়াত হোসাইন জনি, সদস্য সচিব আজিজুল হক রাজু, স্বেচ্ছাসেবক পার্টিনেতা সোহাগ সরকার, ছাত্রনেতা সোহেল রানা, সাকিব, দেবাশীষ, হাসান,  লিটন, মোস্তাফিজ, খায়রুল, মোস্তাক, মোর্শেদ, তানজিল, মনির, লেমন, হাফিজুর, লিমন, হেলাল, আবু বক্কর, জিয়া, রাসেল, জুলাইন প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
এমবিএইচ/আরএইচএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।