ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

হরতাল সমর্থনে রাজশাহীতে শিবিরের ককটেল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
হরতাল সমর্থনে রাজশাহীতে শিবিরের ককটেল

রাজশাহী: বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জামায়াতের ডাকা দেশব্যাপী হরতাল সমর্থনে মহানগরীর বিনোদপুর বাজারে বিক্ষোভ মিছিল থেকে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে শিবিরকর্মীরা।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিক্ষোভ মিছিলটি বের হয়।

পাঁচ মিনিট স্থায়ী এ বিক্ষোভ মিছিল থেকে দু’টি ককটেল বিস্ফোরণ ঘটায় তারা।

এসময় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হওয়ার আগেই শিবিরকর্মীরা পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিবিরকর্মীরা হঠাৎ বিনোদপুর বাজারে বিক্ষোভ মিছিল বের করে।

এসময় তারা যুদ্ধাপরাধের দায়ে মৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মুক্তি দাবি করে স্লোগান দেয়।

মহানগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর বাংলানিউজকে জানান, শিবিরের বিক্ষোভ মিছিল বের করার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। কিন্তু তার আগেই তারা ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

বর্তমানে ওই এলাকায় অভিযান চলছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
এসএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।