ঢাকা, রবিবার, ১১ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

রাজনীতি

ফেনীতে বিএনপি নেতাসহ আটক ৬

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
ফেনীতে বিএনপি নেতাসহ আটক ৬ ছবি : প্রতীকী

ফেনী: ফেনী সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ফেরদৌস কোরাইশীসহ বিএনপি-জামায়াতের ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
 
জামায়াতের ডাকা বৃহস্পতিবারের হরতালে নাশকতার আশঙ্কায় জেলার বিভিন্ন স্থান থেকে বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় তাদের আটক করা হয়।



আটক বিএনপি নেতা ফেরদৌস আহমেদ কোরাইশী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।   তার বিরুদ্ধে ফেনী মডেল থানায় পাঁচটি মামলা রয়েছে।

আটক অন্যরা হলেন- ছাগলনাইয়া উপজেলার উত্তর পানুয়া এলাকার কবির আহম্মদের ছেলে বিএনপি কর্মী নুরুল আলম (৩২), ছাত্রদল সমর্থক পরশুরাম উপজেলার আমিনুর রহমানের ছেলে শরিফুল ইসলাম (২০), সদর উপজেলার ফরহাদ নগর ইউনিয়নের নুরুল আফসারের ছেলে সাখাওয়াত হোসেন (২২), ছাগলনাইয়া উপজেলার পাঠাননগর ইউনিয়েনের আমির হোসেনের ছেলে সৌরভ হোসেন সৌরভ (৩২) এবং নোয়াখালী বেগমগঞ্জের লোকমান হোসেন কটুমিয়ার ছেলে আহসান উল্লাহ লিটন (৩০)।

ফেনী মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন বিএনপি নেতাসহ ছয় জন আটকের বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।