ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

জামায়াতের হরতাল, ফেনীতে সতর্ক পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৩ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
জামায়াতের হরতাল, ফেনীতে সতর্ক পুলিশ ফাইল ফটো

ফেনী: জামায়াতের ডাকা বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতালে নাশকতা রুখতে ফেনীতে মোতায়েন করা হয়েছে দুই প্লাটুন বর্ডার গার্ড ব্যাটেলিয়ন (বিজিবি)।   একই সঙ্গে সকর্ত অবস্থায় আছে পুলিশও।



ভোরে ফেনী জয় লস্কর-৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ানের (বিজিবি) অধিনায়ক ল্যাফটেনেন্ট কর্নেল শামীম ইফতেখার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, হরতালের শুরু থেকে শেষ পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে টহলে থাকবে বিজিবি। র‌্যাব পুলিশের পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে তারা।

এদিকে নাশকতা এড়াতে বাড়তি সতর্কতায় রয়েছে পুলিশ। ফেনী শহরের ট্রাংক রোড়, এস এসকে রোড়, জামায়াত অধ্যুষিত শান্তি কোম্পানি রোড়, কুমিল্লা বাস স্ট্যান্ড, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশ সহ জেলার বিভিন্নস্থানে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শামছুল আলম সরকার বাংলানিউজকে জানান, নাশকতাকারীরা যাতে জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না চালাতে পারে সেজন্য কড়া নজরদারিসহ বাড়তি সতর্ক রয়েছি আমরা।

এর আগে বিগত প্রায় সবক’টি হরতালে ফেনীতে ব্যাপক নাশকতা চালায় জামায়াত-শিবির কর্মীরা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও জেলার বিভিন্ন স্থানে তারা শতাধিক গাড়ি পোড়ায়, পেট্রোল বোমায় দগ্ধ করে প্রায় অর্ধ শতাধিক মানুষকে।

বাংলাদেশ সময়: ০৬৩৮ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।