ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

জামায়াতের হরতালে স্বাভাবিক পল্টন-মতিঝিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
জামায়াতের হরতালে স্বাভাবিক পল্টন-মতিঝিল ছবি: রাজিব- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জামায়াতের ডাকা বৃহস্পতিবারের (১৯ নভেম্বর) সকাল-সন্ধ্যা হরতালে স্বাভাবিক রয়েছে রাজধানীর পল্টন, বাইতুল মোকাররম এবং মতিঝিল এলাকা।
ভোর থেকেই এসব এলাকার কর্মচাঞ্চল্য শুরু হয়েছে।

কাজে যোগ দিচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

ভোরে ওইসব এলাকা সরেজমিনে দেখা যায়, ভোর থেকেই ওই এলাকার লোকজন কর্মব্যস্ত হতে শুরু করেছে। চলতে শুরু করেছে বিভিন্ন যানবাহনও।

কাজে যাওয়ার সময় পথচারী আকতার হোসেন বাংলানিউজকে বলেন, হরতালে তো আর জীবন স্টপ থাকবো না। ঘরে বইসা থাকলে কী আর তারা (হরতাল আহ্বানকারীরা) খাওন দিয়া যাইবো?

‘আগে হইলো স্ত্রী, পোলা-মাইয়াগো লাইগা খাওন জোগাড় করা, পরে অন্যকিছু,’ বলছিলেন এই দিনমজুর।

পরিবহন শ্রমিক সুমন মিয়া বলেন, অন্য দশদিনের মতোই আজকেও ভোরে গাড়ি লইয়া বাইর হইছি। গাড়ি চালাইতে কোনো সমস্যা হয়‍ নাই। যাত্রীও পাওয়া যাইতাছে।

তবে ভোরে সায়েদাবাদ বাস টার্মিনালে দেখা গেছে ভিন্ন চিত্র।

সেখান থেকে বাংলানিউজের স্টাফ করেসপন্ডেন্ট ফররুখ বাবু জানান, অন্যান্য দিন ভোর সাড়ে ৫টা থেকেই বিভিন্ন গন্তব্যে বাস ছেড়ে যায়। কিন্তু আজ এখনও কোনো বাস ছেড়ে যায়নি।

টার্মিনালে যাত্রীর সংখ্যাও কম দেখা গেছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৭০০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
এনএইসএফ/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।