ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

হরতালে সাড়া নেই, গাবতলী থেকে ছাড়ছে বাস

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৬ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
হরতালে সাড়া নেই, গাবতলী থেকে ছাড়ছে বাস ছবি: জি এম মুজিবুর- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জামায়াতের ডাকা হরতালে সাড়া নেই সাধারণ মানুষের। বৃহস্পতিবার ভোর থেকেই গণপরিবহনের পাশাপাশি রাজধানীতে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার গাড়ি।



বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর সাড়ে ৬টায় গাবতলী বাস টার্মিনালে এ চিত্র দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, ভোর ৬টার পরপরই অন্যান্য দিনের মতো বাস কাউন্টারগুলো খোলা। আসতে শুরু করেছেন বিভিন্ন গন্তব্যের যাত্রীও।

হানিফ পরিবহনের কাউন্টার মাস্টার সঞ্জিব বাবু বাংলানিউজকে জানান, সাড়ে ৮টার গাড়ির টিকিট বিক্রি করছেন তিনি।

‘যাত্রী পাওয়া গেলে ঠিক সময়ই গাড়ি ছেড়ে যাবে। আর যাত্রী কম হলে কিছুটা দেরিতে ছাড়া হতে পারে,’ বলেন তিনি।

একই কথা জানান ঈগল পরিবহনের কাউন্টার মাস্টার বশির আহমেদ।

বাংলানিউজকে তিনি জানান, গাড়ি ছাড়তে আমরা প্রস্তুত। যাত্রী এলে সকাল সাড়ে ৮টায় ফরিদপুরের প্রথম ট্রিপ ছাড়া হবে।  

‘হরতালে কোনো সমস্যা নেই, সমস্যা যাত্রীর। যাত্রীরা আতঙ্কে আসে না; তাই আমাদের গাড়ি বন্ধ রাখতে হয়,’ যোগ করেন বশির।

এ দিকে সকাল থেকেই গাবতলীর বিভিন্ন কাউন্টারগুলোতে যাত্রীর আনাগোনা দেখা গেছে। অনেকে টিকিট সংগ্রহ করে বাসের অপেক্ষা আছেন কাউন্টারে।

বুধবার একাত্তরের যুদ্ধাপরাধী ও জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড‍াদেশ বহাল রাখেন আপিল বিভাগ।

এর প্রতিবাদে বৃহস্পতিবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াত।

বাংলাদেশ সময়: ০৭২৫ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
এসএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।