ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

সাতক্ষীরায় জামায়াত-শিবিরের ২৪ কর্মীসহ গ্রেফতার ৩০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৮ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
সাতক্ষীরায় জামায়াত-শিবিরের ২৪ কর্মীসহ গ্রেফতার ৩০ ফাইল ফটো

সাতক্ষীরা: সাতক্ষীরায় নাশকতার পরিকল্পনার অভিযোগে জামায়াত-শিবিরের ২৪ কর্মীসহ ৩০ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

সোমবার (২৩ নভেম্বর) রাত থেকে মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর পর্যন্ত জেলার আটটি থানায় এ অভিযান চালানো হয়।



সাতক্ষীরা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক বাংলানিউজকে জানান, মঙ্গলবার গভীররাতে শহরের কামালনগর এলাকার তিয়ানশি অফিসে গোপন বৈঠক চলাকালে জামায়াত-শিবিরের ১৮ জন কর্মীকে গ্রেফতার করা হয়। এ সময় সেখান থেকে চারটি হাত বোমা ও জিহাদী বই উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার অভিযোগ রয়েছে। বাকিরা বিভিন্ন মামলার আসামি।

তিনি আরো জানান, সদর থানা থেকে ২২ জন, কালিগঞ্জে একজন, শ্যামনগরে দুইজন, আশাশুনিতে দুইজন, দেবহাটায় দুইজন ও পাটকেলঘাটায় একজনকে গ্রেফতার হয়েছে।

বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।