ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

মাগুরায় বিএনপি-জামায়াতের ৮ নেতাকর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
মাগুরায় বিএনপি-জামায়াতের ৮ নেতাকর্মী আটক

মাগুরা: মাগুরায় হরতালকে সামনে রেখে নাশকতার আশঙ্কায় বিএনপির দুই ও জামায়াতের ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।



এদিকে, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মানবতাবিরোধী অপরাধী জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় বহাল রাখার প্রতিবাদে দলটির ডাকা দেশব্যাপী বৃহস্পতিবারের সকাল-সন্ধ্যা হরতালের কোনো প্রভাব পড়েনি মাগুরায়।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন কুমার রায় বাংলানিউজকে জানান, বৃহস্পতিবারের হরতালে নাশকতা সৃষ্টি করতে পারে এমন খবরের ভিত্তিতে রাত থেকে সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। এসময় শালিখায় চার, মাগুরায় দুই ও মহম্মদপুর উপজেলায় দুইজনকে আটক করা হয়। এদের মধ্যে মাগুরা জেলা বিএনপির সদস্য ও হাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম টিটব এবং শালিখার শতখালি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি বাবর আলী রয়েছেন।
 
জিজ্ঞাসাবাদ শেষে দুপুরের মধ্যে তাদের আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
এসআই



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।