ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

সাভারে জামায়াতের ঢিলেঢালা হরতাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৬ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
সাভারে জামায়াতের ঢিলেঢালা হরতাল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার(ঢাকা): সাভারে ঢিলেঢালা ভাবে পালিত হচ্ছে জামায়াতের দিনব্যাপী হরতাল কর্মসূচি।

মানবতাবিরোধী ‍অপরাধে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল রাখার প্রতিবাদে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় জামায়াত।

 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকা-আরিচা মহাসড়কে সকাল থেকে যান চলাচল কিছুটা কম দেখা গেলেও আন্তঃজেলা পরিবহন চলাচল করছে অন্য দিনের মতোই।

জামায়াতের ডাকা হরতালে এখন পর্যন্ত সাভারে কোনো ধরনের পিকেটিং বা মিছিলের দেখা মেলেনি। এমনকি দেখা মেলেনি জামায়াতের কোনো নেতা-কর্মীর।

তবে জামায়াতের ডাকা হরতালকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন।

বাংলাদেশ সময়: ১০৪৬ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।