ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় হরতাল সমর্থনে জামায়াতের মিছিল, গ্রেফতার ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
বগুড়ায় হরতাল সমর্থনে জামায়াতের মিছিল, গ্রেফতার ১ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: আপিলে জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় বহাল রাখার প্রতিবাদে ডাকা দেশব্যাপী হরতাল সমর্থনে বগুড়া শহরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াত-শিবির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে হরতাল সমর্থনে জামায়াত-শিবির কর্মীরা শহরের খান্দার, সাবগ্রাম, নিশিন্দারা উপশহর, চারমাথা, পিটিআই মোড়সহ বিভিন্ন এলাকায় খণ্ডখণ্ড মিছিল বের করে।

তবে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই তারা পালিয়ে যায়।
 
অভ্যন্তরীণ রুটে যানবাহন চলাচল করছে। তবে বগুড়া থেকে দূরপাল্লার কোনো বাস ছাড়েনি।
 
জেলার পুলিশের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি বি-সার্কেল) গাজিউর রহমান বাংলানিউজকে জানান, হরতালে যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বাড়তি পুলিশের পাশাপাশি র‌্যাব ও বিজিবি সদস্যরা শহরজুড়ে টহল দিচ্ছে।
 
এদিকে দুপচাঁচিয়া থানা পুলিশ নাশকতার মামলায় শিবিরের তালোড়া পৌর শাখার সভাপতি নবীনকে গ্রেফতার করেছে।
 
বুধবার (১৮ নভেম্বর) দিনগত রাতে তাকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে ১০টি নাশকতার মামলা রয়েছে বলে জানান সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১১০২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
এমবিএইচ/জেডএস
 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।