ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

গাবতলীতে হরতাল বিরোধী মিছিল

ফটো করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
গাবতলীতে হরতাল বিরোধী মিছিল ছবি: জি এম মুজিবুর/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর গাবতলীতে স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগ পৃথক দুটি হরতাল বিরোধী মিছিল করেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে মিছিল দুটি বের করে সংগঠন দুটির নেতা-কর্মীরা।



সকাল ১০টায় স্বেচ্ছাসেবক লীগের ১০ নম্বর ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ নুর ইসলামের নেতৃত্বে ২০ থেকে ৩০টি মোটরসাইকেল ও  শতাধিক লোকজন নিয়ে একটি মিছিল বের হয়।
 
মিছিলটি টেকনিক্যাল এলাকা থেকে শুরু হয়ে আমিনবাজার, গাবতলী পর্বতা সিনেমা হল হয়ে আবার টেকনিক্যালে এসে শেষ হয়।
 
এর আগে ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা হাজী মোহাম্মদ আবুল হোসেন গাবতলীর বাস টার্মিনালের মেইন গেটে শতাধিক লোকজন নিয়ে অবস্থান করেন।
 
পরে তারা সাড়ে দশটার দিকে গাবতলী টার্মিনাল থেকে হরহাল বিরোধী মিছিল বের করে। মিছিলটি গাবতলী, আমিনবাজার ব্রিজ হয়ে টেকনিক্যাল এলাকায়  গিয়ে শেষ হয়।

বাংলাদেশ সময়: ১১১৬ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
জিএমএম/এমআইকে/এমজেএফ/



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।