ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

মুজাহিদের নিজ জেলা ফরিদপুরে হরতালের প্রভাব নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
মুজাহিদের নিজ জেলা ফরিদপুরে হরতালের প্রভাব নেই ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফরিদপুর: মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির রায় বহাল থাকার প্রতিবাদে, জামায়াতের ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের কোনো প্রভাব পড়েনি মুজাহিদের নিজ এলাকা ফরিদপুরে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকেই শহরের পৌর বাসস্ট্যান্ড থেকে দুরপাল্লার পরিবহনসহ বিভিন্ন রুটে যানবাহন চলাচল অন্যদিনের মতো স্বাভাবিক রয়েছে।



সকাল ৯টার পর থেকে মার্কেটের দোকানপাট খুলতে দেখা গেছে। অফিস-আদালত, স্কুল-কলেজ, ব্যাংক-বীমা কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।

হরতাল পালনে ফরিদপুরে জামায়াত-বিএনপি’র কোনো নেতাকর্মীকে রাজপথে পাওয়া যায়নি। জেলার কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা পিকেটিংয়ের ঘটনাও ঘটেনি।

জামায়াত-শিবির না থাকলেও শহরে হরতালবিরোধী মিছিল করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এছাড়াও নগরকান্দা উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের তালমায় হরতালবিরোধী মিছিল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কালাম কাজী, আওয়ামী লীগ নেতা তৈয়াবুর রহমান, বিশ্বজিৎ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।