ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

সাভারে আওয়ামী লীগের হরতালবিরোধী মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
সাভারে আওয়ামী লীগের হরতালবিরোধী মিছিল ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা): জামায়াতের ডাকা হরতালের বিপক্ষে সাভারে বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে সাভার পৌর আওয়ামী লীগের উদ্যোগে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ডে বিক্ষোভ মিছিল করেন তারা।



সাভার থানা যুবলীগের সভাপতি সেলিস মণ্ডলের নেতৃত্বে অনুষ্ঠিত মিছিলটি সাভারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

অন্যদিকে একই সময়ে হেমায়েতপুর বাসস্ট্যান্ডে ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফখরুল আলম সমরের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিল শেষে আয়োজিত সমাবেশে নেতাকর্মীরা অবিলম্বে সরকারের কাছে সালাউদ্দিন কাদের সাকা চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির দাবি জানান।

এদিকে, হরতালে যেকোনো নাশকতা এড়াতে সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ মহাসড়কে অতিরিক্ত পুলিশ অবস্থান নিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।