ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

দুই নেতা গ্রেফতারে বিএনপির নিন্দা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
দুই নেতা গ্রেফতারে বিএনপির নিন্দা

ঢাকা: রংপুর মহানগর বিএনপির সভাপতি মো. মোজাফফর হোসেন ও মাগুরা সদর উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মো. আবুল কাশেম টিটবকে গ্রেফতারের ঘটনায় নিন্দা জানিয়েছে বিএনপি।

শুক্রবার (২০ নভেম্বর) বিএনপির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন দলটির পক্ষে এক বিবৃতিতে এ নিন্দা জানান।



বিবৃতিতে তিনি বলেন, অবিলম্বে রংপুর মহানগর বিএনপির সভাপতি মো. মোজাফফর হোসেন এবং মাগুরা জেলা সদর উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ও  ১নং হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুল কাশেম টিটবের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।

একই সঙ্গে ওই দুই নেতার নিঃশর্ত মুক্তিও দাবি জানান রিপন।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।