ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

দিনাজপুরে বিএনপি-জামায়াতের ৩৮ নেতাকর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
দিনাজপুরে বিএনপি-জামায়াতের ৩৮ নেতাকর্মী আটক

দিনাজপুর: নাশকতা এড়াতে দিনাজপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ৩৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।  
 
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 
 
দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুমের দায়িত্বরত সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহজাহান আলী বাংলানিউজকে বলেন, নাশকতা ও সহিংসতামূলক ঘটনা এড়াতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩৮ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ২৮ জন বিএনপি ও ১০ জন জামায়াত-শিবিরের কর্মী রয়েছে।  

দিনাজপুরের পুলিশ সুপার (এসপি) রুহুল আমিন বাংলানিউজকে বলেন, আটকদের দুপুরে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।  

তিনি আরো বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি র‌্যাব নিয়মিত টহল দিচ্ছে। এছাড়া, জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। বসানো হয়েছে চেকপোস্ট।  
 
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫ 
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।