ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদার অধিক নিরাপত্তা চায় বিএনপি

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
খালেদার অধিক নিরাপত্তা চায় বিএনপি খালেদা জিয়া / ফাইল ফটো

ঢাকা: খালেদা জিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছে তার দল বিএনপি।   

শুক্রবার (২০ নভেম্বর) বিএনপির পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানানো হয়
 
লন্ডনে চিকিৎসা শেষে শনিবার (২১ নভেম্বর) বিকেল ৫টায় শাহজালাল বিমানবন্দরে পৌঁছানোর কথা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার।



দলটির সহ দফতর সম্পাদক আবদুল লতিফ জনি স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, বর্তমানে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। তাই বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা দলটির নেতাকর্মীরা উদ্বিগ্ন।

‘সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি দাবি জানানো হচ্ছে। ’

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
আরএইচএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।